শাসকদলের নেতারাই লকডাউন চাইছেন না: OSD সুশান্ত রায় - শিলিগুড়ি
🎬 Watch Now: Feature Video
শিলিগুড়িতে ক্রমবর্ধমান কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন উত্তরবঙ্গে নিযুক্ত OSD সুশান্ত রায়। উত্তরকন্যায় শাসকদলের MLA, নেতা, মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন তিনি । কীভাবে কোরোনা সংক্রমণ রোধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে । তিনি জানান, "ফের লকডাউন চাইছেন না শাসক দলের নেতারাই । লকডাউনের বদলে কয়েকটি বাজার বন্ধের সুপারিশ করেছেন তাঁরা ।"