নিশ্চিত মৃত্যুর হাত থেকে যাত্রীকে বাঁচালেন RPF - rpf saves daily passenger
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4939078-thumbnail-3x2-rpf.jpg)
হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে জনৈক যাত্রী দৌড়ে ট্রেন ওঠার চেষ্টা করছেন ৷ পা পিছলে যেতেই ট্রেনের সঙ্গে খানিকটা দূর হেঁচড়ানো অবস্থায় গেলেন তিনি ৷ কর্তব্যরত RPF কর্মী রাজু সাহা তৎপরতার সঙ্গে ওই ব্যক্তিকে তুলে এনে উদ্ধার করলেন ৷ দেখুন ভিডিয়ো..