বাঁশের বাতা দিয়ে রাস্তা ঢালাইয়ের অভিযোগ দুর্গাপুরের দেবশালায় - দুর্গাপুরের বুদবুদে বাঁশের বাতা দিয়ে রাস্তা ঢালাই
🎬 Watch Now: Feature Video
রাস্তা ঢালাইয়ের কাজে বাঁশের বাতা ব্যবহারের অভিযোগ উঠল দুর্গাপুরের দেবশালা গ্রামে । গতকাল ওই রাস্তার উপর একটি কালভার্ট ঢালাই হয় । আজ সকালে গ্রামের মানুষ বাঁশের বাতা দিয়ে রাস্তা ঢালাই করা হয়েছে তা দেখতে পায় । গ্রামের মানুষ বিক্ষোভ দেখান । যদিও দেবশালা গ্রামের পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে । নতুন করে কালভার্টের কাজ করা হবে ।