Covid Vaccination : জগৎবল্লভপুরে ভ্যাকসিন নিয়ে দলবাজির অভিযোগে পথ অবরোধ বিজেপির - মাজু গ্রাম পঞ্চায়েত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13414967-85-13414967-1634799179858.jpg)
করোনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে দলবাজির অভিযোগ আনল বিজেপি ৷ তারই প্রতিবাদে আজ হাওড়ার জগৎবল্লভপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা ৷ অভিযোগ মাজু গ্রাম পঞ্চায়েতের প্রধান শাসক দলের লোকজনদের ভ্যাকসিন দেওয়ার ব্য়বস্থা করে দিচ্ছেন ৷ কিন্তু, গত তিনদিনে ওই পঞ্চায়েতের কাছে প্রায় 10 হাজার ভ্যাকসিন পৌঁছেছে ৷ এমনই দাবি করেছেন মাজু গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য অশোক সিংহ ৷ তাঁদের দাবি, অবিলম্বে কুপনের ব্যবস্থা করে মাধ্যমে সবাইকে ভ্যাকসিন দিতে হবে ৷ তা না হলে বিজেপির বিক্ষোভ ও পথ অবরোধ চলবে ৷