Road Accident in East Midnapore : ডাম্পারের নীচে চাপা পড়ে মৃত 1, আহত কমপক্ষে 3 - পথ দুর্ঘটনায় মৃত্যু

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 21, 2021, 10:03 PM IST

পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাইক আরোহী এক যুবকের ৷ গুরুতর জখম হয়েছেন মোটরবাইকের চালক-সহ মোট তিনজন ৷ রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে 116 বি জাতীয় সড়কে ৷ পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার গয়াগিরিতে উল্টে যায় একটি ডাম্পার ৷ সেই সময় ওই রাস্তা দিয়েই মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন ভোলানাথ জানা (28) নামে এক যুবক ৷ বাইকের পিছনে সওয়ার ছিলেন সঞ্জীব দলুই (36) ৷ তাঁরা উল্টে যাওয়া ডাম্পারের নীচে চাপা পড়ে যান ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জীবের ৷ এছাড়াও যন্ত্রচালিত রিকশায় চড়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ইমতিয়াজ খান (50) ও তাঁর স্ত্রী সাবিনা বিবি (40) ৷ তাঁরাও ডাম্পারের নীচে চাপা পড়ে যান ৷ তিনজনকেই গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রিকশাচালকের সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.