Road Accident : বলরামপুরে বাসে ধাক্কা লরির, আহত 11 - বলরামপুরে পথ দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13567874-thumbnail-3x2-balarampur.jpg)
টাটা-পুরুলিয়া 32 নম্বর জাতীয় সড়কের বলরামপুর শহর সংলগ্ন থানা দুয়ার এলাকায় পথ দুর্ঘটনা ৷ দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবোঝাই বাসে পিছন থেকে একটি লরির ধাক্কা মারার ঘটনায় আহত হলেন 11 জন । ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ৷ বলরামপুর থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের বলরামপুর বাঁশগড় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । যদিও আহতদের সকলের পরিচয় জানা যায়নি ৷ ঘাতক লরিটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ ।