"হাম সব চোর হে" সিনেমার বাস্তবিক রূপ তৃণমূল কংগ্রেস : সায়ন্তন - Sayantan Basu
🎬 Watch Now: Feature Video
আমফান দুর্নীতির শাস্তি প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করেন BJP নেতা সায়ন্তন বসু । তিনি বলেন, "যে তদন্ত করছে তার বিরুদ্ধেই চুরির অভিযোগ । কে তদন্ত করবে তাহলে পুরো দলটাই উঠে যাবে । এভাবে ঠগ বাছতে গিয়ে গাঁ উজাড় হয়ে যাবে । "হাম সব চোর হে" এই সিনেমাটার বাস্তবিক রূপ হচ্ছে তৃণমূল কংগ্রেস ।"