Truck Driver wins Lottery : লটারি জিতে রানিগঞ্জের ট্রাকচালক কোটিপতি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 24, 2022, 1:09 PM IST

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানার অন্তর্গত নিমচা কোলিয়ারির বাসিন্দা মমতাজ খান । পেশায় তিনি ট্রাকচালক । রবিবার সন্ধ্যা নাগাদ রানিগঞ্জের রানিসায়ের মোড়ে রাজ্য সরকারের ডিয়ার লটারি কেনেন (1 Crore Lottery Ticket) । এরপর মমতাজ খান 1 কোটি টাকা লটারিতে জিতে যান (Truck Driver wins Lottery) । প্রথমেই তিনি তাঁর ট্রাকের মালিককে জানান বিষয়টি । মালিকের সঙ্গে পরামর্শ নিয়ে তিনি রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়‌ ফাঁড়িতে বিষয়টি জানান । পুলিশকে বিষয়টি জানানোর পর মমতাজ খানকে জামুড়িয়া তপসী রেলগেট থেকে নিরাপদ ভাবে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ । অন্যদিকে মমতাজ খান পুলিশকে জানান যে, তাঁর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই । পুলিশ তাঁকে আগে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছে ৷ মমতাজ খান বলেন, ‘‘মাঝে মধ্যে প্রায় দিনই লটারি টিকিট কিনি (1 Crore Lottery Ticket) । এর আগে লটারিতে জেতার সুযোগ পায়নি । লটারিতে 1 কোটি টাকা জেতায় অনেক খুশি (Lottery Result)। হাতে টাকা পেয়েই তিনি বাড়ি তৈরি করবেন । বাকি টাকা মেয়ের নামে রেখে দেব ৷’’

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.