অনুব্রতবাবু সমঝে যান নইলে গণধোলাই হবে : রাজু বন্দ্যোপাধ্যায় - ধোলাই আর পালিশ দুটোই হবে
🎬 Watch Now: Feature Video
অনুব্রত মণ্ডল বিজেপিকে ঠেঙিয়ে পগারপার করার কথা বলেছেন । আজ তার পালটা দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় ৷ তিনি অনুব্রত মণ্ডলের উদ্দেশে বলেন,"অনুব্রতবাবু সমঝে যান, নইলে গণধোলাই হবে" ৷ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার ধোলাই আর পালিশ দুটোই হবে ৷