ভালো খেলোয়াড় ভুল দলে, শুভেন্দুকে BJP-তে স্বাগত জানিয়ে বললেন রাজু - শুভেন্দু অধিকারী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9499519-106-9499519-1605007024029.jpg)
"ভালো খেলোয়াড় ভুল দলে। অবিলম্বে তাঁর তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়া উচিত। তাঁকে BJP-তে স্বাগত জানাব ।" শুভেন্দু অধিকারী প্রসঙ্গে আজ একথা বলেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে বিহারে NDA জোটের সাফল্য প্রসঙ্গে বিহারের মানুষকে ধন্যবাদ জানান তিনি । দুর্গাপুরে থানা ঘেরাও অভিযানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ।