ডিওয়াইএফআই-এর রেল রোকো, অবরোধ শ্রীরামপুর ও চন্দননগর স্টেশন - Rail Roko by DYFI
🎬 Watch Now: Feature Video
রেল অবরোধ করে বিক্ষোভ দেখাল এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা । বৃহস্পতিবার শ্রীরামপুর ও চন্দননগরে রেল অবরোধ করেন এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীরা । 11 ফেব্রুয়ারি নবান্ন অভিযানে জখম হন বাঁকুড়া কোতুলপুরের বাসিন্দা মইদুল ইসলাম মিদ্যা । সোমবার ভোরে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার । তারই প্রতিবাদে রাজ্য জুড়ে রেল রোকো কর্মসূচির ডাক দেওয়া হয় । এদিন শ্রীরামপুর ও চন্দননগরে রেল অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই ও ডিওয়াইএফআই কর্মীদের অবরোধের ফলে বেশ কিছুক্ষণ আটকে পড়ে আপ ও ডাউন লাইনে লোকাল ট্রেন।