সরডিহায় স্টপেজের দাবিতে রেল অবরোধ - sardiha
🎬 Watch Now: Feature Video
স্টপেজ বন্ধ হওয়ায় স্টিল এক্সপ্রেস ও জনশতাব্দী এক্সপ্রেস অবরোধ সরডিহায় । সোমবার সকালে সরডিহা স্টেশনে উপস্থিত হন ঝাড়গ্রামের সাংসদ কুণার হেমব্রম । অবরোধকারীদের দাবি, সড়ডিহায় টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেসের স্টপেজ পুনরায় চালু করতে হবে । রবিবার থেকে খড়্গপুর-ঝাড়গ্রাম শাখার সরডিহায় স্টিল এক্সপ্রেসের স্টপেজ বন্ধ হয়ে যায় । ফলে সরডিহা, মানিকপাড়া সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়ায় । অবরোধকারীদের অভিযোগ, এই বিষয়ে কোনওরকম গুরুত্ব দেয়নি রেল কর্তৃপক্ষ ।