"মগজে রয়েছে গোবর, শরীরে রক্তের বদলে গোমূত্র", বিজেপি কর্মীদের কটাক্ষ রবীন্দ্রনাথের - political news
🎬 Watch Now: Feature Video
"ওদের মাথায় ঢুকবে না ৷ কারণ ওদের মগজে রয়েছে গোবর ৷ শরীরে রক্তের বদলে রয়েছে গোমূত্র ৷ বুঝবে কেমন করে ? ওদের বোঝাবে মানুষ ৷" নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের দেওচড়াই মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা-কর্মীদের সম্পর্কে একথা বললেন রবীন্দ্রনাথ ঘোষ ৷