হাসপাতালের রান্নাঘরে পচা কুমড়ো ও মরা ইঁদুর ! - পুরুলিয়া
🎬 Watch Now: Feature Video
রোগীদের দেওয়া হচ্ছে খাবার । কিন্তু এই খাবার হাসাপাতালে যে রান্নাঘরে তৈরি হয় তা দেখলে চোখ কপালে উঠে যাবে । রান্নাঘরে রাখা রয়েছে কুইন্ট্যাল কুইন্ট্যাল কুমড়ো । কিন্তু সেগুলি সবই পচা । এখানেই শেষ নয় । পচা কুমড়োর সঙ্গে রয়েছে মরা ইঁদুরও । পুরুলিয়া সদর হাসপাতালে এই দৃশ্য ধরা পড়েছে ।