Puja Parikrama : দূর থেকেই হবে দর্শন, পশ্চিম মেদিনীপুরে 40 ফুটের দুর্গা - পশ্চিম মেদিনীপুর
🎬 Watch Now: Feature Video
এখনও মাঝেমাঝেই চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ ৷ তাই দূর থেকেও যাতে দর্শনার্থীরা প্রতিমার মুখ দর্শন করতে পারেন তাই এবার 52-তম বর্ষে 40 ফুটের দুর্গা নজর কাড়ছে পশ্চিম মেদিনীপুরের রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে ৷ 9 লাখ টাকা ব্যয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা ৷ মণ্ডপের ভিতরে আলাদা প্রতিমা থাকলেও ঢোকার আগে 40 ফুটের দুর্গাই আকর্ষণ করছে দর্শনার্থীদের ৷