পাহাড়ি মন্দিরের আদলে তৈরি চালতাবাগান লোহাপট্টি সর্বজনীনের মণ্ডপ - দুর্গাপুজো 2020
🎬 Watch Now: Feature Video
সপ্তমীর সন্ধ্যায় ব্যারিকেডের বাইরে থেকেই চালতাবাগান লোহাপট্টি সর্বজনীন দুর্গাপুজোর প্রতিমা দর্শন করতে দেখা গেল দর্শনার্থীদের ৷ দূর থেকেই সেলফিও তুলতে দেখা গেল কয়েকজনকে ৷ এবছর 78 তম বর্ষে পা দিয়েছে এই পুজো ৷ কাল্পনিক পাহাড়ি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ ৷ মণ্ডপের ভিতরে ও বাইরের অংশে রয়েছে বাঁশ ও বেতের কারুকার্য ৷