ISKCON Attack Protest : কীর্তনের মাধ্যমে বাংলাদেশের ইসকনে হামলার প্রতিবাদ - বাংলাদেশ ইসকনে হামলা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13404791-413-13404791-1634716523959.jpg)
বাংলাদেশের ইসকন মন্দিরে হামলার প্রতিবাদ বহরমপুরে ৷ বহরমপুর শহরে নাম সংকীর্তন করে প্রতিবাদে সামিল হলেন ইসকনের ভক্তরা ৷ তাঁদের দাবি, বাংলাদেশ সরকার অপরাধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক ৷ পাশাপাশি, ইসকনে হামলাকারীদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছেন তাঁরা ৷