প্রীতিভোজের দিন দেহদানের অঙ্গীকার নব দম্পতির - শ্রীরামপুরে নব দম্পতির দেহ দান
🎬 Watch Now: Feature Video
জীবনের অঙ্গিকার করল দুই দম্পতি । একইসঙ্গে প্রীতিভোজের দিনে দেহদানেরও অঙ্গীকার করল শ্রীরামপুরের আকাশ ও প্রিয়াঙ্কা । শুক্রবার সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করেন তাঁরা । স্বেচ্ছাসেবী সংস্থা শ্রীরামপুর আই ব্যাংকে দেহদান করলেন । তাঁদের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলেই ।