প্রধানমন্ত্রী আগে ভ্যাকসিন নিন, তারপর আমি নেব; মন্তব্য চন্দ্রিমার - TMC
🎬 Watch Now: Feature Video
"প্রধানমন্ত্রী আগে ভ্যাকসিন নিন । তারপর আমি ভ্যাকসিন নেব।" সোমবার উত্তর 24 পরগনার হাবড়ার কুমড়া- কাশীপুরে দলীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । কেন্দ্রের তরফে স্বাস্থ্যমন্ত্রক কোরোনা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সম্মতিপত্র লিখে নেওয়ার কথা বলেছে । এই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "বিষয়টি নিয়ে স্বাস্থ্যকর্মীরা কী করবেন, আমি বলতে পারব না । তবে আমাকে যদি কো-ভ্যাকসিন নেওয়ার কথা জিজ্ঞেস করেন, তবে আমি বলব আগে প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিক। তারপরে আমি নেব । " পাশাপাশি চন্দ্রিমার দাবি, তৃণমূল 2021 সালের বিধানসভা নির্বাচনে 221টি-র বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসবে।