নাড্ডার উপস্থিতিতে আজ 'পরিবর্তন যাত্রা', সেজে উঠেছে নবদ্বীপ - নাড্ডার সভা ঘিরে সেজে উঠেছে নবদ্বীপ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10519619-thumbnail-3x2-nadda.jpg)
সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে আজ নবদ্বীপ থেকে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি ৷ নাড্ডার এই সফর ঘিরে সেজে উঠেছে নবদ্বীপ-মায়াপুর ৷ দুপুর তিনটে নাগাদ হেলিকপ্টারে করে নবদ্বীপের চটির মাঠের সভাস্থলে নামবেন ৷ এরপর যাবেন মায়াপুর ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল ৷ মঞ্চ থেকে গোটা এলাকা ছেয়ে গিয়েছে গেরুয়া পতাকায় ৷