"এত বড় ব্যক্তিত্ব ভারতীয় রাজনীতিতে বিরল" - adhir on pranab
🎬 Watch Now: Feature Video
প্রয়াত প্রণব মুখোপাধ্যায় । শোকস্তব্ধ দেশ ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ তিনি বলেন, " আজ প্রণববাবুর মৃত্যু একটা যুগের অবসান ৷ এত বড় ব্যক্তিত্ব ভারতীয় রাজনীতিতে বিরল ৷ তাঁকে বলা হত এনসাইক্লোপিডিয়া ৷ তিনি ছিলেন জ্ঞানী, পণ্ডিত , দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি ৷ দেশের অনেক বড় ক্ষতি হল ৷ তাঁর কাছে দেশের স্বার্থ ছিল সবার আগে ৷ ভগবানের কাছে কামনা করি, তাঁর আত্মা শান্তি পাক ৷ তাঁর প্রতি আমার অগাধ শ্রদ্ধা ৷ যুগ যুগ ধরে তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা কায়েম থাকবে ৷ "