তৃণমূলেই থাকছেন প্রফুল্ল বর্মণ - উত্তর দিনাজপুরের তৃণমূলের খবর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9936618-thumbnail-3x2-top.jpg)
মেদিনীপুরে অমিত শাহর সভায় দলে যোগদান তালিকায় উত্তর দিনাজপুরের জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মণর স্বামী প্রফুল্ল বর্মণর নাম ঘোষণা করছে বিজেপি নেতৃত্ব । ঠিক সেই সময়ই রায়গঞ্জে দলীয় জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলে নিজের অস্তিত্ব প্রমাণ দিলেন প্রফুল্লবাবু । জানান দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়েরই অনুগত থাকছেন । পাশাপাশি এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে জানালেন তিনি । তৃণমূল জেলা নেতৃত্বের কাছে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য আবেদন করেছেন প্রফুল্লবাবু।