জয়প্রকাশের উপর হামলার প্রতিবাদে শ্যামনগরে অবরোধ - জয় প্রকাশ মজুুমদার
🎬 Watch Now: Feature Video
করিমপুর বিধানসভা আসনে উপনির্বাচনে BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারের উপর হামলার প্রতিবাদে শ্যামনগরে আজ দফায় দফায় পথ অবরোধ হয় ৷ ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী-সমর্থকরা । শ্যামনগরের চৌরঙ্গী মোড়ে BJP কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখায় । আধ ঘণ্টা পর উঠে যায় অবরোধ । এরপর ব্যারাকপুর-ঘোষপাড়া রোডে শ্যামনগর পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে BJP কর্মী-সমর্থকরা । এই অবরোধ ও বিক্ষোভের জেরে ঘোষপাড়া রোডে যানজটে নাকাল হয় সাধারণ মানুষ । ঘটনাস্থানে জগদ্দল থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ।