এবার প্রবীর ঘোষালের ছবি দিয়ে পোস্টার 'দাদার অনুগামী'-দের - প্রবীর ঘোষালের নামে পোস্টার
🎬 Watch Now: Feature Video
এবার কোন্নগরে প্রবীর ঘোষালের ছবি দিয়ে পোস্টার পড়ল ৷ নিচে লেখা- দাদার অনুগামী । কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠক করে দলের সব পদ ছাড়েন তিনি । প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে আগেই শোকজ় করা হয়েছে । এবার তাঁর ছবি দিয়ে পোস্টার পড়ল ।