Drone Surveillance : অর্জুনের ঘাঁটিতে ড্রোনে নজরদারি পুলিশের - ড্রোন
🎬 Watch Now: Feature Video
বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ি লাগোয়া এলাকায় ড্রোনে নজরদারি (Drone Surveillance) চালাল জগদ্দল থানার পুলিশ ৷ গত 8 ও 14 সেপ্টেম্বর বোমাবাজি হয় এই এলাকায় ৷ তার জেরেই এই নজরদারি বলে সূত্রের খবর ৷ জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম (Somnath Shyam) জানিয়েছেন, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতেই এই পদক্ষেপ করেছে পুলিশ ৷ নজরদারির কাজে দু’টি ড্রোন এনেছে তারা ৷