পুলিশই যত গুন্ডামি করাচ্ছে : অর্জুন সিং - BJP-police clash
🎬 Watch Now: Feature Video
ভাটপাড়ায় হিংসার পিছনে পুলিশের হাত রয়েছে বলে অভিযোগ করলেন সাংসদ অর্জুন সিং । তিনি বলেন, "যত গুন্ডামি, যত অপরাধ পুলিশই করাচ্ছে । পুলিশই 25 রাউন্ড গুলি চালিয়েছে এলাকায় ।" আজ BJP-র শোকমিছিল ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায় । মৃত রামবাবু সাউ ও ধরমবীর সাউয়ের মৃতদেহ পৌঁছাতেই এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ায় । পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেন স্থানীয়রা । দুটি মৃতদেহ নিয়ে BJP নেতৃত্ব শোক মিছিল শুরু করে । কিন্তু পুলিশ ওই মিছিল নিয়ন্ত্রণ করতে গেলে তাদের বাধা দেন স্থানীয়রা । উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে । তাদের ছত্রভঙ্গ করতে লাটিচার্জ করে পুলিশ । টিয়ার শেলও ফাটায় । দেখুন ভিডিয়ো...