রামপুরহাটে ভিখারি-ভবঘুরেদের অন্নদাতা পুলিশ - মানবিক পুলিশ
🎬 Watch Now: Feature Video
কড়া বিধিনিষেধে বন্ধ দোকানপাট । চলছে না বাস, ট্রেন ৷ মিলছে না ভিক্ষা । ফলে অসহায় হয়ে পড়েছেন ভবঘুরে ও ভিক্ষুকেরা । দুবেলা মিলছে না যথেষ্ট খাবার । তাই এবার ভবঘুরে ও ভিক্ষুকদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এল পুলিশ । আজ থেকে বীরভূমের রামপুরহাট থানার উদ্যোগে রামপুরহাট রেল স্টেশন ও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে থাকা ভবঘুরে ও ভিক্ষুকদের খাবার দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে ।