নিজামউদ্দিনের জমায়েত ফেরত দশ জনকে বেলেঘাটা আইডিতে পাঠাল পুলিশ - কোরোনাভাইরাস খবর
🎬 Watch Now: Feature Video
দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভা ফেরত 10 জনকে ভাটপাড়া থেকে বেলেঘাটা আইডিতে পাঠাল পুলিশ । গতরাতে কাঁকিনাড়া নয়াবাজার এলাকা থেকে নিজ়ামউদ্দিন থেকে ফেরা ওই ১০ জনকে স্থানীয় বাসিন্দারা চিহ্নিত করেন । খবর পেয়ে পুলিশ তাঁদের ভাটপাড়া সাধারণ হাসপাতালে নিয়ে যায় । পরে তাঁদের বেলেঘাটা আইডিতে পাঠানো হয় ।