Tribeni Robbery : বিএসএফ কর্মীর বাড়িতে ডাকাতি, হাতেনাতে তিনজনকে ধরল পুলিশ - ত্রিবেণী
🎬 Watch Now: Feature Video
বিএসএফ কর্মীর বাড়িতে ডাকাতি করতে এসে গ্রেফতার তিন দুষ্কৃতী ৷ পলাতক আরও দুই ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির ত্রিবেণীর পালপাড়া এলাকায় ৷ বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে এসেছিলেন প্রতাপ সিং ৷ বিএসএফ কর্মী প্রতাপ কর্মসূত্রে থাকেন রাজস্থানে ৷ সোমবার সকালে তাঁদের বাড়িতে হামলা চালায় পাঁচ দুষ্কৃতী ৷ তাদের বাধা দিতে গিয়ে জখম হন প্রতাপের বাবা হরিনাথ সিং ৷ তিনি জানিয়েছেন, ডাকাতরা নগদ 80 লক্ষ টাকা এবং 15-16 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে ৷ তবে পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় তিন ডাকাত ৷ ধৃতদের নাম বিভাস সরকার, প্রসেন মণ্ডল ও গৌতম রায় ৷ তাদের দুই সঙ্গীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷