নবমীর রাতে বর্ধমানে দর্শনার্থীদের ভিড়, বাড়ছে কোরোনা আতঙ্ক - বর্ধমানে নবমীর রাত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9312328-910-9312328-1603676547455.jpg)
নবমীর রাতে উপচে পড়ল ভিড় ৷ মুখে মাস্ক কয়েকজনের থাকলেও সামাজিক দূরত্বে নৈব নৈব চ ৷ এমন ছবি দেখা গেল বর্ধমানের বেশ কয়েকটি পুজোমণ্ডপে ৷ কয়েকটি পুজো কমিটি মণ্ডপে প্রবেশে স্যানিটাইজ়ারের টানেল ব্যবহার করেছে ৷ নবমীর রাতে দর্শনার্থীদের সামাল দিতে হিমসম খান উদ্যোক্তারা ৷ অবশেষে না পেরে দু-একটি মণ্ডপে দর্শনার্থীদের প্রতিমা দর্শন বন্ধ করা হয় ৷ পুলিশি টহল দিয়েও কোনও সুরাহা মেলেনি ৷ অনেকেই মনে করছেন, প্রতিমা দর্শনে মানুষের ঢল নামায় কোরোনা আতঙ্ক বাড়ছে ৷