NRC-র বিরোধীরা দেশদ্রোহী : জয় - people who are against NRC all are anti nationals said Joy Banerjee
🎬 Watch Now: Feature Video
"NRC-র বিরুদ্ধে যারা যাচ্ছে তারা দেশদ্রোহী ৷ দেশদ্রোহীরা না শোধরালে, আমরা শুধরে দেব ৷ " আজ হাওড়ায় এই মন্তব্য করেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷ হাওড়া কর্পোরেশনের সামনে BJP-র পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য হেল্প ডেস্ক খোলা হয়েছিল ৷ সেখানেই আজ গিয়েছিলেন জয় বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "NRC বলবৎ করতে চেয়েছিলেন কংগ্রেসের ইন্দিরা গান্ধি থেকে শুরু করে মনমোহন সিং প্রত্যেকেই । কিন্তু চেয়ার হারানোর ভয়ে কেউই তা কার্যকর করতে পারেননি । যেহেতু আমাদের প্রধানমন্ত্রী দুর্নীতি দেখতে পারেন না সেহেতু তিনি এই আইন বলবৎ করার সাহস দেখিয়েছেন । "