বাংলার মানুষ ধর্ম দেখে ভোট দেয় না : সিদ্দিকুল্লা - বাংলার মানুষ ধর্ম দেখে ভোট দেয় না, বললেন সিদ্দিকুল্লা চৌধুরি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10388810-499-10388810-1611661634176.jpg)
"বাংলার মানুষ ধর্ম দেখে ভোট দেয় না, ভবিষ্যৎ দেখে ভোট দেয় ।" দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলায় এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি । তিনি আরও বলেন, "ধর্ম দেখে ভোট দিলে বিচ্ছিন্নতা বাড়বে । রাজ্যের সংখ্যালঘুরা বোকা নয় ।" আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটে লড়বে মিল ৷ এই বিষয়ে সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, "বাংলায় আমরা মিলেমিশে থাকি । যে মুসলমানদের সুরসুরি দেবে সে বাংলার মানুষের ক্ষতি করবে ।"