জরুরি পরিষেবায় যুক্তদের অভিনন্দন বালুরঘাটবাসীর - Balurghat
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6507232-thumbnail-3x2-balurghat.jpg)
কোরোনা মোকাবিলায় যে সব স্বাস্থ্যকর্মীরা রাতদিন এক করে সেবায় নিয়োজিত রয়েছেন, তাঁদের কাঁসর, ঘণ্টা ও করতালির মধ্য দিয়ে অভিনন্দন জানাল বালুরঘাটবাসী । রবিবার বিকেলে বালুরঘাট পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের ছবিটা ছিল প্রায় একই । এদিন বিকেল পাঁচটা বাজতেই থালা, বাসন, কাঁসর, ঘণ্টা ও শঙ্খ নিয়ে বাড়ির ছাদ, ঝুলবারান্দা এবং রাস্তায় বেরিয়ে আসে সাধারণ মানুষ ।