Local Train Service : স্টাফ স্পেশালের তকমা ঝেড়ে স্বাভাবিক লোকাল, খুশি নিত্যযাত্রীরা
🎬 Watch Now: Feature Video
আর স্টাফ স্পেশাল নয় ৷ এবার থেকে লোকাল ট্রেন তার পূর্ব নির্ধারিত সূচি মেনেই চলবে এবং তাতে আপাতত 50 শতাংশ যাত্রীকে সওয়ার হওয়ার অনুমতি দেওয়া হবে ৷ রাজ্য সরকারের ঘোষণা মাফিক, রবিবার থেকেই লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক ছন্দে ফেরানো হয়েছে ৷ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনে নিত্যযাত্রীরা জানালেন, সরকারের পদক্ষেপে তাঁরা খুশি ৷ তবে অনেকের মতে, বেশ কিছু সময় আগেই এই ব্যবস্থা করা উচিত ছিল ৷ কারণ, রেল পরিষেবা স্বাভাবিক হলে ট্রেনের সংখ্যা বাড়বে ৷ তাতে ভিড় কমবে ৷ করোনা আবহে যা অত্যন্ত জরুরিু ৷ কিন্তু সমস্যা হল, যাত্রীদের একাংশ এখনও করোনাবিধি মানছেন না ৷ অনেকেরই মুখে থাকছে না মাস্ক ৷ সচেতন যাত্রীরা এই অনিয়ম বন্ধ করার দাবি তুলেছেন ৷