''চাকরি এমনিতেই চলে যেত যদি আমাদের উদ্যোগে কোর্স না করানো হত'', মন্তব্য পার্থর - Education Minister Partha Chattopadhyay
🎬 Watch Now: Feature Video
পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সরব হলেন ৷ তিনি বলেন 'যাঁদের যোগ্যতা রয়েছে। NCT-র নিয়মের মধ্যে যদি তাঁরা থাকেন তাহলে সব হবে। ওঁরা একসঙ্গে চাইছে। তবে একসঙ্গে করা সম্ভব নয়।' তিনি আরও বলেন, 'বেশিরভাগ পার্শ্বশিক্ষককে এক বছরের কোর্স করানো হয়েছে। চাকরি এমনিতেই চলে যেত যদি আমাদের উদ্যোগে কোর্স করানো না হত ৷ "