"অনাহারে পার্শ্বশিক্ষক", খাদ্য উৎসবের সামনে অনশনকারীরা - Para Teachers protest in front of Food Festival
🎬 Watch Now: Feature Video
একদিকে যখন খাদ্য উৎসবের উদ্বোধন করছেন খাদ্যমন্ত্রী, ঠিক তখনই খালি থালা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন অনশনরত পার্শ্বশিক্ষকরা । খালি থালায় লেখা 'আহারে বাংলা, অনাহারে পার্শ্বশিক্ষক' । এই দৃশ্য ধরা পড়ল সল্টলেকের সেন্ট্রাল পার্কে । 11 নভেম্বর এই পার্কে সামনেই বেতন বৃদ্ধির দাবিতে ধরনায় বসেন পার্শ্বশিক্ষকরা । পরে সেখানেই শুরু হয় অনশন । গতকাল সেই সেন্ট্রাল পার্কেই শুরু হয় বঙ্গীয় খাদ্য উৎসব 'আহারে বাংলা' । এরই প্রতিবাদ হিসেবে খালি থালা হাতে পার্কের সামনে বিক্ষোভ দেখায় পার্শ্বশিক্ষকরা । তাদের বক্তব্য, যে সরকার শিক্ষকদের প্রাপ্য বেতন দেয় না তাদের এই ধরনের আয়োজন মানায় না ।