কেষ্টপুরে ওভারলোডিং লরি উলটে বিপত্তি - কালকাতার ভিআইপি রোড

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 6, 2021, 6:14 PM IST

কালকাতার ভিআইপি রোডে ওভারলোডিং দশ চাকার লরি উলটে যাওয়ায় বিমানবন্দরগামী রাস্তা বন্ধ । যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সার্ভিস রোড ধরে বিমানবন্দরের অভিমুখে যাতায়াত করানো হচ্ছে । একটি 10 চাকার মালবোঝাই লরি উলটোডাঙ্গা থেকে বাগুইহাটির দিকে যাচ্ছিল । সেই সময় কেষ্টপুরে ড্রাইভার ও সহকারি চালক বিপদ বুঝতে পেরে গাড়িটি ভিআইপি রোডের মাঝখানে দাঁড় করিয়ে নেমে যায় । অতিরিক্ত মাল বহনের জন্য গাড়িটি একদিকে ভার নিতে না পেরে ভিআইপি রোডের মাঝখানে উলটে যায় তবে কোন ধরনের বড়সড় দুর্ঘটনা হয়নি । এইভাবে একের পর এক রাতের শহরে ওভারলোডিং গাড়িগুলো যেভাবে শহরের ওপর দিয়ে ছুটে চলে তাতে যেকোনও দিন বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছে শহরের মানুষ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.