Cyclone Jawad: ঘূর্ণিঝড়ের প্রভাব সঙ্গে ভরা কোটালের দাপট, কমলা সতর্কতা সাগরে - Cyclone Jawad
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) ও অমাবস্যার ভরা কোটালের জোড়া ফলা ৷ আর তার জেরে শনিবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে সুন্দরবনের নদীগুলি উত্তাল হয়ে উঠেছে ৷ ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে সুন্দরবনের এলাকার বহু নদী ৷ ফলে নদী তীরবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে কমলা সর্তকতা (Orange Alert in Sundarbans) ৷ বকখালি ও মৌসুনী দ্বীপ থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে ৷ সমুদ্রে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দারি করা হয়েছে ৷ কড়া নজরদারি চলছে সমুদ্র সৈকতে (High Tied Alert in Sagar) ৷ স্থানীয় প্রশাসনের তরফে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে স্থানীয়দের এবং পর্যটকদের ৷ অন্যদিকে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষজনদের নিরাপদ স্থানে উদ্ধার করে ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷