তৈরি হয়েছে ১ লাখ লাড্ডু, বিলি হবে শপথের সন্ধ্যায় - west bengal bjp
🎬 Watch Now: Feature Video
বুধবার ভোর থেকে রাত পর্যন্ত বড়বাজারে কালাকার স্ট্রিটের একটি ধর্মশালায় তৈরি হয়েছে ১ লাখ লাড্ডু । আজ সন্ধ্যায় দিল্লিতে নরেন্দ্র মোদি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই লাড্ডু বিলি শুরু হবে । ২৩ নম্বর ওয়ার্ডের BJP কাউন্সিলর বিজয় ওঝার নেতৃত্বে লাড্ডু বিলি করা হবে। লাড্ডুতে থাকছে ঘি, বাদামের টুকরো, ব্যাসন ও চিনি । ভিন রাজ্য থেকে বিশেষ কারিগরদের নিয়ে এসে লাড্ডু তৈরি করা হচ্ছে। বিজয় বলেন, "লাড্ডু বিলি ছাড়াও রাতে বড়বাজার এলাকায় বিজয় উৎসব হবে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারত যে ভাবে নরেন্দ্র মোদিকে জনসমর্থন দিয়েছে, তার প্রতিদানে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানোর জন্য এই উদ্যোগ । দেখুন ভিডিয়ো ...