"অপরাধ করলে জেলের পরিবর্তে বিজেপিতে যেতে হয়" - Shamik Lahiri attacks centre
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10039745-767-10039745-1609171450770.jpg)
"অপরাধ করলে জেলের পরিবর্তে এখন বিজেপিতে যেতে হয় । চোরদের গোডাউন হয়ে উঠেছে এই দল ।" প্রধানমন্ত্রীর নিজেকে চৌকিদার বলার প্রসঙ্গ টেনে এনে শ্রীরামপুর থেকে এই ভাবেই কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করলেন সিপিআইএম নেতা শমীক লাহিড়ী । তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন আমি চৌকিদার, যারা চুরি করছে তাদের জেলে ঢোকাব । কিন্তু 2020 সালে দেখা গেল যারা চুরি করেছে তাদের জেলে ঢোকানোর পরিবর্তে নিজের দলে ঢোকাচ্ছেন ।"