বাঁকুড়ায় জয়ের উচ্ছ্বাস BJP কর্মী সমর্থকদের : ভিডিয়ো - bjp rally
🎬 Watch Now: Feature Video
সপ্তদশ লোকসভা নির্বাচনে বাংলায় ভালো ফল করেছে BJP । বাঁকুড়ায় ফুটে উঠেছে তারই ছবি । লোকসভা নির্বাচনে বাঁকুড়ার দুটি কেন্দ্রই শাসকদলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে BJP । বৃহস্পতিবার BJP-র পক্ষ থেকে বিজয় উৎসব পালন করা হয় । ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে এলাকা পরিক্রমা করে বিজয় মিছিল । অসংখ্য বাদ্যযন্ত্র, গেরুয়া আবীর সঙ্গে 'জয়শ্রীরাম' ধ্বনি দেওয়া হয় মিছিল থেকে । BJP নেতাদের বক্তব্য, "ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে। বিগত গ্রাম পঞ্চায়েতের পর থেকে যে লাগাতার সন্ত্রাস হয়েছে তারপর মানুষ আনন্দে ভোট দিয়েছে ও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে । "