উধাও সামাজিক দূরত্ব, গা ঘেঁষাঘেঁষি করেই সফর লোকাল ট্রেনে - বারাসত জংশন স্টেশন
🎬 Watch Now: Feature Video
সামাজিক দূরত্ববিধি উধাও লোকাল ট্রেনে । গা ঘেঁষাঘেঁষি করেই বসে থাকতে দেখা গেল যাত্রীদের । হুঁশ নেই RPF কিংবা GRP-র । ট্রেন চালু হওয়ার প্রথম দিনই এই ছবি দেখা গেল শিয়ালদা-বনগাঁ শাখার গুরুত্বপূর্ণ বারাসত জংশন স্টেশনে । এর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।