রাত পোহালে ঈদ, করোনায় কেনাকাটা নেই ; হতাশ ব্যবসায়ীরা - হতাশ ব্যবসায়ীরা
🎬 Watch Now: Feature Video
রাত পোহালে খুশির ঈদ ৷ দোকানে দোকানে সেমাই, সুগন্ধী আতর, ফল, মিষ্টি, নতুন পোশাক থেকে জুতো ৷ অথচ কেনাকাটা নেই ৷ হতাশ বাঁকুড়ার পাত্রসায়রের রসুরপুর বাজারের ব্যবসায়ীরা ৷ করোনা মহামারি আর আংশিক লকডাউনে এই অবস্থা, বলছেন ব্যবসায়ীরা ৷ ক্রেতারাও জানাচ্ছেন ছোটদের জন্যই যেটুকু কেনাকাটা ৷ নচেত করোনায় ভাটা পড়েছে উৎসবে ৷ সব মিলিয়ে গতবারের মতোই এবারও খুশির ঈদে মন খারাপের হাওয়া ! কারণ করোনা ৷