Naka Checking : কালীপুজোর আগে পুরুলিয়ায় শুরু নাকা চেকিং - checking
🎬 Watch Now: Feature Video
কালীপুজোর আগে আতসবাজির চোরাচালান এবং বেআইনি কারবার রুখতে তৎপর পুরুলিয়া জেলা পুলিশ । শহরের অদূরে পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকায় চলছে নাকা চেকিং । খতিয়ে দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র ৷ চেকিং করা হচ্ছে প্রতিটি গাড়ি । কালিপুজোর আগে এই চেকিং চলবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকী দত্ত ৷