ভয়ে নয়, সংক্রমণ রুখতে বন্ধ নবান্ন; দিলীপকে জবাব ফিরহাদের - BJP nabanna avijan 2020
🎬 Watch Now: Feature Video
BJP রাজ্য সভাপতির কটাক্ষের উত্তর দিলেন ফিরহাদ হাকিম ৷ বলেন, BJP-র ডাকা অভিযানের ভয়ে নবান্ন বন্ধ করা হয়নি। কোরোনার সংক্রমণ রুখতে ও তার মোকাবিলা করতেই আগামীকাল ও পরশু বন্ধ রাখা হয়েছে নবান্ন ৷ দিলীপ ঘোষ বলেছিলেন, রাজ্য সরকার BJP-র ভয়ে আগামী দু'দিন নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । তারই জবাব দিলেন ফিরহাদ হাকিম ৷