Helicopter Land At Galsi: দামোদরের বুকে হঠাৎ নামল জোড়া হেলিকপ্টার, দানা বাঁধছে রহস্য - গলসির দামোদরের বুকে নামল হেলিকপ্টার, দানা বাঁধছে রহস্য
🎬 Watch Now: Feature Video
পূর্ব বর্ধমানের গলসির দাসপুরে নদীর চরে দু'টি হেলিকপ্টার নামায় জেলা প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে(Helicopter Land At Galsi)। জেলা পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। পানাগড় বায়ুসেনার তরফেও বিষয়টি দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান হেলিকপ্টার দু'টি বায়ুসেনার হেলিকপ্টার হতে পারে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার স্থানীয় বাসিন্দারা দেখতে পায় গলসির দাসপুরে দামোদররের চরে জোড়া হেলিকপ্টার আকাশে চক্কর দিচ্ছে। পরে সেই হেলিকপ্টার দু'টি সেখানে নামে। বেশ কিছুক্ষণ সেখানে থাকার পরে হেলিকপ্টার গুলি উড়ে যায়। স্থানীয়রা বিষয়টি মোবাইল ক্যামেরায় বন্দিও করেন। দিন কয়েক আগেও তারা এইভাবে নদীর চরে একটি হেলিকপ্টারকে নামতে দেখেন। বিষয়টি জানাজানি হতেই খোঁজ খবর করতে শুরু করে জেলা পুলিশ। তবে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে হেলিকপ্টার দু'টি বায়ুসেনার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণত কোথাও কোনও হেলিকপ্টার নামা-ওঠা করলে সেটা জেলা পুলিশ আগেই জানতে পারে। শুধু তাই নয়, সেনাবাহিনীর কোনও হেলিকপ্টার নামা-ওঠা করলে সেটাও তারা জেলা পুলিশকে জানায়। এক্ষেত্রে জেলা পুলিশের কাছে কোনও খবরই ছিল না। তাই, জেলাপুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর শুরু করেছে।
TAGGED:
Helicopter Land At Galsi