বার্নপুরে খুনের কিনারা, গ্রেপ্তার এক মহিলা সহ দুজন - বার্নপুরে খুনের কিনারা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9993846-748-9993846-1608815411786.jpg)
বার্নপুর বস্তাবন্দী মৃতদেহ কাণ্ডের কিনারা করে ফেলল হিরাপুর থানার পুলিশ। পাণ্ডবেশ্বর বাসিন্দা ইসিএল কর্মী বিজয় পাসওয়ানকে খুন করেই বস্তায় ভরে ফেলা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। এই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রীতা গুপ্ত ওরফে রেশমি এবং মনু ভাই প্যাটেল। তারা বার্নপুরের নার্সিংবাঁধ এলাকার বাসিন্দা। সম্পর্কে স্বামী-স্ত্রী না হলেও একই বাড়িতে দু'জনে থাকত।পুলিশের দাবি দুজনেই খুনের ঘটনার কথা স্বীকার করেছে।গত ১৮ নভেম্বর হিরাপুর থানার বার্নপুর নার্সিংবাঁধ মিঠাই গলি এলাকায় উদ্ধার হয়েছিল একটি বস্তাবন্দি দেহ। পরে জানা যায় ওই মৃতদেহটি পান্ডবেশ্বরের বাসিন্দা বিজয় পাসওয়ানের।