আধার সমস্যা মেটানোর আশ্বাস সাংসদের - সুভাষ সরকার
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়া মুখ্য ডাকঘরে পরিদর্শনে এসে জেলার সবকটি ডাকঘরে আধার কার্ড সংশোধনীর কাজ শুরুর জন্য দিল্লিতে দরবার করার আশ্বাস দিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার৷ বাঁকুড়া জেলায় 46টি ডাকঘরের মধ্যে মাত্র 16টি তে আধার কার্ড সংশোধনের কাজ হয় ৷ ফলে জেলার বহু মানুষ দিনভর হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ । দেখুন ভিডিয়ো...