বিজেপিতে যোগ রানাঘাটের তৃণমূল সমর্থকদের - রানাঘাট পৌরসভার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন
🎬 Watch Now: Feature Video
ভাঙন অব্যাহত তৃণমূলে । এবার নদিয়া রানাঘাট পৌরসভার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীরা দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে । প্রায় 200 জন অস্থায়ী কর্মীর হাতে দলীয় পতাকা তুলে দেন রানাঘাট কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । শুধু তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনই নয়, অন্যান্য দল থেকেও বিজেপিতে যোগ দেন অনেকেই । জগন্নাথ সরকার বলেন, "প্রতিনিয়ত আমাদের দলে যোগ দেওয়ার জন্য অনেকেই যোগাযোগ রাখছেন । তৃণমূল কংগ্রেস দলটার মধ্যেই পুরো ফাটল ধরে গিয়েছে ।"
TAGGED:
TMC members joined BJP