মনীষীদের আদর্শ মেনে চললে গুজরাতের ঘটনায় মোদি-শাহর নাম থাকত না, কটাক্ষ কল্যাণের - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
🎬 Watch Now: Feature Video
ভার্চুয়াল পুজো উদ্বোধনের সময় বাংলার মনীষীদের নাম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই প্রসঙ্গে কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, "ভালো করেছেন বাংলার মনীষীদের নাম করেছেন । কিন্তু তাঁদের জীবন আদর্শের কথা জানলে 2002 সালে গুজরাতে দাঙ্গা হত না । সারা দেশে দাঙ্গার নায়ক হিসেবে মোদি, অমিত শাহর নাম হত না ।"
Last Updated : Oct 23, 2020, 9:53 PM IST